Monday, December 28, 2015

মুক্তচিন্তায় আঘাতের বছর

  •  
    বিপ্লব রহমান, ঢাকা: ২০১৫ সাল ছিল মুক্তচিন্তার ওপর সশস্ত্র আক্রমণের বছর। এ বছর জঙ্গিরা নৃশংস হামলা চালিয়ে খুন করেছে মুক্তমনা লেখক ও ব্লগার, প্রকাশক, বিদেশি নাগরিক, পুলিশ, পীরসহ বিরুদ্ধ মতের অন্তত ১০ জনকে। বছর জুড়ে অন্তত ডজন দুয়েক নাশকতামূলক জেহাদী তৎপরতার অংশ হিসেবে জঙ্গিরা হামলা করেছে সংখ্যালঘুদের ১২টি উপাসনালয়ে। দৃশত এসব ঘটনার কোনোটিরই এখনো সুবিচার হয়নি।

Tuesday, December 1, 2015

পাহাড়ে শান্তি এখনো অধরা




বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে রয়েছে ভূমি। আর পাহাড়ের ভূমির সমস্যার সমাধানে শান্তিচুক্তির আলোকে প্রায় এক যুগ আগে গঠিত হয়েছিল ভূমি কমিশন। কথা ছিলো, সর্বময় ক্ষমতার অধিকারী এ কমিশন পাহাড়ে ভূমির সমস্যার সমাধান করবে, স্থাপন করবে শান্তি। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এখনো এ কমিশন রয়েছে কাগুজে। ফলে পাহাড়ি-বাঙালির ভূমির বিরোধ বাড়ছেই। শান্তিচুক্তির এই মৌলিক শর্তসহ আরো কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা রয়েছে এখনো অধরাই।

Saturday, September 12, 2015

Freethinking threatened in Bangladesh, says Ajoy Roy


By Biplob Rahman; Educationist Ajoy Roy has said freethinking is endangered after murders of at least five secularist bloggers by knife-wielding assailants in Bangladesh.
Ajoy Roy, a retired professor of Dhaka University and father of slain blogger Avijit Roy, told newsnextbd.com on the occasion of 44th birth anniversary of Avijit.

‘মুক্তচিন্তা এখন বিপন্ন’

বিপ্লব রহমান, ঢাকা: মুক্তমনা লেখক ও ব্লগারদের জঙ্গি হামলায় নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় বাংলাদেশে মুক্তচিন্তার চর্চা ‘বিপদাপন্ন’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অধ্যাপক ড. অজয় রায়।
মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ৪৪তম জন্মদিনকে ( ১২ সেপ্টম্বর, শনিবার) সামনে রেখে নিহতের পিতা অধ্যাপক অজয় রায় নিউজনেক্সটবিডি ডটকম’এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এ মন্তব্য করেন। 

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জঙ্গিরা কুপিয়ে খুন করে অভিজিৎ রায়কে। ঘটনাস্থলে উপস্থিত অভিজিতের স্ত্রী, আরেক মুক্তমনা ব্লগার বন্যা আহমেদও জঙ্গি হামলায় আহত হন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্লগার দম্পত্তি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশে এসেছিলেন।

Monday, August 24, 2015

‘হামজা ব্রিগেড’ রহস্য অনুৎঘাটিত

বিপ্লব রহমান, ঢাকা: ‘শহীদ হামজা ব্রিগেড’ নামক জঙ্গি গ্রুপ গঠনের উদ্দেশ্য কী, তা গত নয় মাসেও জানতে পারেনি তদন্তকারীরা। এই গ্রুপটির নেপথ্য শক্তি কারা, কেন গ্রুপটির নাম ‘শহীদ হামজা বিগ্রেড’, এর লক্ষ্য ও উদ্দেশ্য কি, তা-ও এখনো অজানা। তদন্ত কর্মকর্তারা বলছেন, জঙ্গি গ্রুপটির রহস্য উদঘাটনের তদন্ত এখনো অব্যহত আছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘শহীদ হামজা ব্রিগেড গঠনের উদ্দেশ্য এখনো আমরা জানতে পারিনি। কোনো আন্তর্জাতিক জেহাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে কি না, তা-ও জানা যায়নি। পুরো বিষয় এখনো খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘তবে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল, এ সর্ম্পকে আমরা নিশ্চিত। কিন্তু নাশকতা ঘটানোর আগেই অস্ত্র-শস্ত্রসহ তাদের একটি বড় অংশকে আমরা ধরেছি। এ কারণে তারা আর নাশকতা ঘটাতে পারেনি।’

Tuesday, August 11, 2015

চাপাতিতন্ত্রের ভেতর


০১. হুমায়ুন আজাদ, রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ, নিলয় নীল এবং ....।

সেদিন শুক্রবার কাজের চাপ কম বলে আমার বর্তমান কর্মস্থল নিউজনেক্সটবিডি ডটকম নামক নিউজ পোর্টালে সকল থেকেই কাটছিল খানিকটা আলস্যময় সময়। লাঞ্চের পর ঝুম বৃষ্টির ভেতর অফিস ঘরের ঝুল বারান্দায় চেয়ার পেতে বসে গরম চায়ের কাপে চুমুক দেয়ার মজাই আলাদা। নিম গাছটি বর্ষার নতুন পানিতে হেসে উঠছে বলে মনে হয়। ...

Thursday, August 6, 2015

‘বাতিক ছিল বলিয়া কেবল লিখিতেছি’


বিপ্লব রহমান, ঢাকা: ‘নিতান্তই লিখিবার বাতিক ছিল বলিয়া শিশুকাল হইতে কেবল লিখিতেছি।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বাক্যে নিজের সাহিত্য চর্চা সম্পর্কে এমনই কথা লিখেছিলেন ১৩০৭ সালের ২৮ ভাদ্র তার এক চিঠিতে। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁর আত্রাইয়ের পতিসরে পাওয়া চিঠিটিই কবিগুরুর সর্বশেষ পত্র।

ছয় পাতার সম্বোধনবিহীন এ চিঠিতে কবিগুরু তুলে ধরেন নিজের জীবন ও কর্ম। চিঠিটি কবি কাকে লিখেছিলেন সেটি রবীন্দ্র গবেষকদের জন্য এখনো অনুসন্ধানের বিষয়।

Friday, July 24, 2015

হোটেল ইন্টারকনের প্রত্যাবর্তন

বিপ্লব রহমান, ঢাকা: ত্রিশ বছর পর আবার স্বনামে ফিরছে বিশ্বখ্যাত ‘ইন্টার-কন্টিনেন্টাল, ঢাকা’ (সংক্ষেপে- ইন্টারকন, ঢাকা)। দেশের প্রথম পাঁচ তারকা হোটেলটি বাণিজ্যিকভাবে আবারো যাত্রা শুরু করবে আগামী বছর।

বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বহু বছর পর আবারো হোটেল ইন্টারকন্টিনেন্টালের যাত্রা এদেশে দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করবে। বিশ্বব্যাপী রয়েছে হোটেলটির ব্যবসায়িক সুনাম। আশা করছি, হোটেল ইন্টারকনের মাধ্যমে দেশে বিনিয়োগ ও ব্যবসার পথ হবে সুপ্রশস্থ।’

Thursday, July 23, 2015

পাহাড়ে প্রশ্নবিদ্ধ ইউপিডিএফ

বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতাকে কেন্দ্র করে পার্বত্যাঞ্চলে প্রায় দুদশক ধরে নানা তৎপরতা চালাচ্ছে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) নামক পাহাড়িদের বিদ্রোহী গ্রুপ। অভিযোগ উঠেছে, শান্তিচুক্তি পক্ষীয় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বিরুদ্ধে এ গ্রুপটির সশন্ত্র তৎপরতা রয়েছে। দুই দশকের পার্বত্য রাজনীতিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে ইউপিডিএফ’কে ঘিরে।

Wednesday, July 8, 2015

চাকমা ভাষা এখন মোবাইলে


বিপ্লব রহমান, ঢাকা : এবার চাকমা ভাষায় লেখালেখির জন্য তৈরি হচ্ছে মোবাইল অ্যাপস। বাংলা ও ইংরেজীর পর দেশে তৃতীয় কোনো ভাষায় মোবাইল ফোন থেকে লেখালেখি সম্ভব। আর মোবাইল ফোনে ভাষাগত সংখ্যালঘুর ভাষার সংযোজন এটি প্রথম।
একটি বেসরকারি এফএম রেডিও’র প্রকৌশলী জ্যোতি চাকমা এবং আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুজ মরিজ চাকমা মোবাইলে চাকমা ভাষায় লেখালেখির এই প্রযুক্তির উদ্ভাবক। তারা জানিয়েছেন, বছর দুয়েক আগে ‘রিবেং ইউনি’ নামে এ ভাষার ইউনিকোড ফন্ট তৈরী করেন। এতে করে ইতোমধ্যে বিলুপ্ত প্রায় লেখ্য ভাষাটি প্রাণ ফিরে পেতে শুরু করেছে।

Sunday, July 5, 2015

‘পাল্টে যাওয়া বিজ্ঞাপনে বিপদ আছে’

  
বিপ্লব রহমান, ঢাকা: কেমন হবে বিজ্ঞাপনের ভাষা, তা নিয়ে যেন আলোচনার অন্ত নেই। প্রতিদিন টেলিভশনে, সংবাদপত্রে অথবা নগরীর বিশালাকায় বিলবোর্ডে যেসব ভাষায় বিজ্ঞাপন প্রচার করা হয়, তার অনেকগুলো উদ্রেক করে বিরক্তির। এসব বিজ্ঞাপনে ব্যবহার করা হয় যেসব চটুল ভাষা, তাতে শিক্ষণীয় তেমন কিছু থাকে না। পণ্য বিক্রির জন্য আমরা কি মেনে নেবো এসব চটুলতা? নাকি আমরা এসব অপশব্দের ব্যবহার স্বাভাবিকভাবেই দেখবো?

Saturday, July 4, 2015

ছবি নিয়ে ফের আলোচনায় সিপি গ্যাং

 
বিপ্লব রহমান, ঢাকা: প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সঙ্গে ছবি তুলে ফের আলোচনায় এসেছে বিতর্কিত অনলাইন গ্রুপ সিপি গ্যাং। তবে আশরাফুল আলম খোকন এই গ্রুপটির সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

Monday, June 15, 2015

কলেরার দিনগুলোতে প্রেম~


(১) রাইস স্যালাইনগুলো বেশ করেছে। প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালির ক্ষুদে ছবি আছে। দুই হাতে চুড়ি পরা। সেবা মানেই নারী? বিষয়টি কি আপত্তিকর? নারীবাদী কাম এনজিওগুলো কি বলে? ওরাই তো নারীমুক্তি, মানবাধিকার আর আদিবাসী মুক্তির জিম্মাদার্।

Sunday, May 24, 2015

কল্পনা ​চাকমা থেকে বিচিত্রা তির্কি...


০১. কল্পনা চাকমা অপহরণ ইস্যুতে গত ১৮ বছর ধরে কতিপয় মানবাধিকার সংস্থা বছর জুড়ে আশ্চর্য নিরবতা পালন করলেও শুধু অপহরণ দিবসের আগেভাগে মেকি কান্নাকাটি করছে। ২৭ মে এই মামলাটির শুনানী রাঙামাটি আদালতে হওয়ার কথা। এ নিয়ে আমার সতীর্থ পাহাড়ি বন্ধুরা বিশেষ উদ্বিগ্ন। তাদের উদ্বিগ্নতাই স্বাভাবিক। কারণ, গত ১৮ বছর ধরে এই স্পর্শকাতর মামলাটি রয়েছে দীর্ঘসূত্রীতায়।

অন্তত চার দফায় প্রশাশন মামলাটিকে খারিজ করে ধামাচাপা দিতে চেয়েছে। অর্থাৎ রেহাই দিতে চেয়েছে অভিযুক্ত অপহরণকারী লেফটেনেন্ট ফেরদেৌসসহ আরো তিন সহযোগির। কল্পনা অপহরণ মামলা ধামাচাপা দেওয়া হলে এতো বড় একটি রাষ্ট্রীয় সন্ত্রাসকেই ধামাচাপা দেওয়া হবে। ইতিহাস থেকে মুছে ফেলা হবে স্বাধীন দেশে গত চার দশক ধরে পাহাড়ে আদিবাসী মানুষেরও ওপর সীমাহীন গণহত্যা, গণধর্ষন, খুন, অপহরণ ও গুম করার ধারাবাহিকতার একটি জঘন্নতম অধ্যায়।

Thursday, May 21, 2015

গণসংগীত :: ক্ষুদ্রজাতির ব্যান্ড ‘মাদল’


‘কর্ণফুলীর কান্না, মধুপুরে মিশে গেছে, চলেশ রিছিলের তাজা রক্তে....’- এমনই শাণিত কথামালা আর তাতে আরোপ করা সুরের ঝংকার নিয়ে পাহাড় থেকে সমতলে ছুটে বেড়াচ্ছে ‘মাদল’। যেখানেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর জুলুম চলে, সেখানেই সংগ্রামী গণসংগীত নিয়ে হাজির হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই গানের দলের তরুণরা। ‘জেগে উঠুক মানবতার জয়োগান’- এই হচ্ছে তাদের আহ্বান। আলাপচারিতায় তাদের অভিব্যক্তি, ‘গানই আমাদের সংগ্রামের হাতিয়ার। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে আমরা দেখাতে চাই নতুন দিনের স্বপ্ন।’
খোঁজ নিয়ে জানা যায়, অভিনব এ গানের দলে রয়েছেন ভিন্ন ভাষাভাষী চাকমা, গারো, মারমা, বম ও সিং জাতিগোষ্ঠীর শিল্পীরা। বাংলা ভাষার পাশাপাশি তাঁরা নিজস্ব জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গানও পরিবেশন করেন। মাদলের শিল্পীরা এখন উদ্যোগ নিয়েছেন হারিয়ে যেতে বসা আদিম সুরের গানগুলো সংগ্রহের। পরে তাঁরা এগুলো আধুনিক বাদ্যযন্ত্রে নতুন করে পরিবেশন করবেন। বলা ভালো, দেশে এ ধরনের গানের দল এটিই প্রথম। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রয়েছে নিজ নিজ ভাষার অসংখ্য গানের দল। 


Wednesday, May 13, 2015

পরিস্থিতির বিবরণ

হুমায়ুন আজাদ, রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ এবং ....।

সহব্লগার অনন্ত খুন হওয়ার খবরটি অস্পষ্টভাবে সেদিন সাত সকলেই শুনলাম। মুক্তমনের মাহফুজ ভাই ফোন করে খোঁজ নিতে বললেন। আমি সাংবাদিক, তাই হয়তো আমার পক্ষে জানা সহজ। আমি পাগলের মতো সিলেটের সাংবাদিকদের টেলিফোন করতে থাকি। আরেক হাতে টিভি চ্যানেলের রিমোট চিপে একের পর এক সংবাদের স্ক্রলগুলো দেখতে থাকি। আমাকে কেউ বলুন, প্লিজ আমাকে বলুন, ব্লগার অনন্তর কি হয়েছে? তিনি এখন কোথায়?

Saturday, May 9, 2015

রামুতে বনায়নের নামে পাহাড় কেটে পুকুর




বিপ্লব রহমান ও তোফায়েল আহমদ
বনায়নের নামে পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজারের রামুতে পাহাড় কেটে পুকুর তৈরি করেছে বন বিভাগ। যদিও পুকুরে পানির দেখা মেলেনি। আর বোটানিক্যাল গার্ডেনের (উদ্ভিদ উদ্যান) নামে বন বিভাগের গোলাপ বাগান গড়ার উদ্যোগও গেছে ভেস্তে। 'কক্সবাজার জেলার পাহাড়ি প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার' নামের প্রকল্পে এভাবেই অপচয় করা হয়েছে জলবায়ু তহবিলের অর্থ।

Friday, May 8, 2015

আহ রবীন্দ্রনাথ!


স্বপনপারের ডাক শুনেছি তথ্য সাংবাদিকতার পেশাগত কাজে গত বছর জানুয়ারিতে পাবনা সফর করে ঢাকায় ফিরছি। অফিস অ্যাসাইন্টমেন্ট ছিলো ৫ জানুয়ারির নির্বাচন কাভার করা। কাজ শেষে ভাবলাম, এবার ফেরার পথে পাশের জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর ঘুরে যাই। উদ্দেশ্য রবীন্দ্র কাছারি বাড়ি দর্শন। একটি ঐতিহাসিক স্থান।

Monday, May 4, 2015

শুমারির প্রাথমিক তথ্য: সুন্দরবনে কমে গেছে বাঘ


বিপ্লব রহমান ও বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে গেছে। বাঘের পায়ের ছাপের আলোকচিত্র ও ভিডিওচিত্রের (ক্যামেরা ট্র্যাপিং) প্রাথমিক বিশ্লেষণে এমন তথ্য ধরা পড়েছে। বন বিভাগ জানিয়েছে, বাঘশুমারির অংশ হিসেবে সম্প্রতি একদল বিশেষজ্ঞ বন থেকে সংগ্রহ করেছেন বাঘের পায়ের ছাপচিত্র। আর বছরখানেক ধরে সংগ্রহ করা হয়েছে বাঘের ভিডিওচিত্র। বিশেষজ্ঞরা এখন এ দুটি নমুনা মিলিয়ে দেখছেন, বিশ্লেষণ করছেন। তাঁদের মতে, সিডর-আইলাসহ নানা প্রাকৃতিক বিপর্যয়, বনে চোরা শিকারির উৎপাত বৃদ্ধি, মানুষের সংঘাত, খাদ্যশৃঙ্খল ক্ষেত্রবিশেষে ভেঙে পড়ার কারণে সুন্দরবনে বাঘের অস্তিত্ব এখন অতি বিপন্ন।

Wednesday, April 29, 2015

পাহাড়ে বিপন্ন জনপদ~


পাহাড়ে বিপন্ন জনপদ [সাংবাদিকের জবানবন্দীতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়]:: বিপ্লব রহমান
ঘরে বসেই নামমাত্র মূল্যে বইটি এখন পাওয়া যাচ্ছে porua.com.bd তে।
পাঠক, লেখকের হাত ধরে চলুন, পর্যটনের দৃষ্টিসুখের মোহের বাইরে অজানা এক পাহাড়কে জেনে নেই...

‘পাহাড়ের বিপন্ন জনপদ’ গ্রন্থটি বিপ্লব রহমান লিখেছেন প্রায় দুই দশক ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রতিবেদন করার অভিজ্ঞতা নিয়ে।

Monday, April 27, 2015

অনলাইন প্রচারণায় নতুন মাত্রা



সময় আর মাত্র এক দিন। আগামীকাল ভোট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থীদের ঘুম নেই। গরমে ঘেমে-নেয়ে চালিয়েছেন শেষবেলার প্রচারণা। গতকাল ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় তাঁরা ছুটেছেন ভোটারের দুয়ারে দুয়ারে। লিফলেট বিলি হয়েছে, ব্যাপক গণসংযোগ হয়েছে; পোস্টারিং-মাইকিংও চলেছে।

Friday, April 24, 2015

উদ্ভাবন: আগাছায় ফসলের বিষ দূর


ভূগর্ভস্থ পানিতে চাষবাস করায় খাদ্যদ্রব্যের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেহে প্রবেশ করছে মারাত্মক বিষ আর্সেনিক। আর ঘাতক ব্যাধি ক্যান্সারসহ নানা রোগবালাইয়ের কারণ এই আর্সেনিকের দূষণ। সরকারি হিসাবে দেশের ৫৯টি জেলারই ভূগর্ভস্থ পানিতে রয়েছে অতিমাত্রায় আর্সেনিক। শুধু শেরপুর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এখন পর্যন্ত এই বিষমুক্ত রয়েছে। এমনই যখন ভয়াল কৃষিচিত্র, তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শোনাচ্ছে আশার কথা। প্রতিষ্ঠানটির উদ্যানতত্ত্ব বিভাগের নিরলস গবেষণায় দেখা গেছে, এক ধরনের ফার্ন জাতীয় আগাছা ফসলকে সহজেই আর্সেনিকমুক্ত করতে সক্ষম।

Tuesday, April 21, 2015

মুখোমুখি: সমস্যামুক্ত ঢাকার স্বপ্ন তিন মেয়র প্রার্থীর


ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদপ্রার্থী তিন তরুণ বাম নেতা কাফি রতন, বজলুর রশিদ ফিরোজ ও জোনায়েদ সাকি। শ্রেণি দৃষ্টিকোণ থেকে দেখছেন তাঁরা ঢাকা মহানগরীর নিত্য নাগরিক সমস্যাকে। নগর পরিষেবা নিশ্চিত করতে তাঁদের রয়েছে ভিন্ন মত, ভিন্ন চিন্তা। এসব বিষয় নিয়ে এই তিন প্রার্থীর সঙ্গে বিপ্লব রহমানের আলাপচারিতা

Thursday, April 9, 2015

ফুল: 'নন্দিনী' আসছে


এতোটা বয়স পেরিয়ে এলাম, তবু কি জানলাম, চড়ুইয়ের ঠোঁটে কেন এতো তৃষ্ণা? কীট বুকে নিয়ে গোলাপ, কতোটা গোলাপ?' বেদনাহত কবি আবুল হাসানের কাছে এমনিভাবে ধরা দিয়েছিল সুরভিত গোলাপ। তবে এখন বাহারি গোলাপ, রজনীগন্ধা বা গাঁদা ফুলের একচেটিয়া আদর কাড়ার দিন বুঝি শেষ হতে চলেছে। পাশাপাশি নানা জাতের বিদেশি ফুল দখল করে নিচ্ছে ফুলদানি, গৃহকোণ ও উৎসব প্রাঙ্গণ। এমনই একটি নতুন ধরনের বিদেশি ফুলের জাত 'নন্দিনী'। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ উদ্ভাবিত এই ফুল শিগগিরই বাজারে মিলবে আপন মহিমায়। আর রবীন্দ্রনাথের 'রক্তকরবী' নাটকের নায়িকার নামে নামকরণ করা নান্দনিক ফুলটি বাজারে থাকবে বছরজুড়ে। শিগগিরই বাণিজ্যিকভাবে ফুলটি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tuesday, April 7, 2015

জুম্মল্যান্ড রেডিও:: ক্ষুদ্র জাতির বেতার


পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি (জুম্ম) জনগোষ্ঠীর গান, কবিতা, কথামালা, সুখ-দুঃখ নিয়ে এই প্রথমবারের মতো চালু হয়েছে বেসরকারি বেতার 'জুম্মল্যান্ড রেডিও'। এটি পাহাড়ের ১৩টি ক্ষুদ্র ভাষাভাষী জনগোষ্ঠী তো বটেই, সারা বাংলাদেশের ৭৫টি ক্ষুদ্র জাতিরই প্রথম বেসরকারি বেতার। অনলাইন বেতারটির ওয়েব ঠিকানা : জুম্মল্যান্ডরেডিওডটকাস্টারডটএফএম (jumlandradio.caster.fm)।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষামূলকভাবে সম্প্রতি চালু হওয়া এই বেতারে আপাতত চাকমা ভাষার গান প্রচারিত হচ্ছে। পরে বিভিন্ন ভাষার গান প্রচারের পাশাপাশি অনুষ্ঠানে বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে। এই অনলাইন বেতারের উদ্যোক্তা রাঙামাটির একদল তরুণ। তবে তারা গণমাধ্যমে নিজেদের পরিচয় প্রকাশ করতে আগ্রহী নয়।

Thursday, April 2, 2015

ঐতিহ্য: বংশীতীরে নৌকার জাদুঘর


সাত সমুদ্দুর তেরো নদী' পাড়ি দিয়ে দেশ-বিদেশের বণিকরা যুগে যুগে জাহাজ ভিড়িয়েছেন সোনার বাংলার ঘাটে ঘাটে। পাল তোলা অসংখ্য নৌকায় সারা পৃথিবীর সঙ্গে স্থাপিত হয়েছিল সে সময়কার বাণিজ্যিক সম্পর্ক। বাংলার পাট, হিরে-জহরত আর ঐতিহ্যবাহী মসলিন ও জামদানি নৌপথেই জয় করেছিল বিশ্ববাজার। গহনা, বজরা, ছিপ, পানসি, কোষা, ডিঙি, সাম্পান- কত সব বাহারি নামের বিচিত্র ধরনের নৌকাই না তখন ভেসে বেড়াত নদীর বুকে। রূপকথার মতোই বিস্ময়কর প্রাচীন বাংলার এই গৌরবগাথা। সে সব অবশ্য আজ কেবলই ধূলি ধূসরিত অতীত।

Monday, March 16, 2015

অবহেলায় ম্রিয়মাণ বলধা গার্ডেন


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুরান ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের দোতলা 'জয় হাউস' নামক অতিথিশালায় কাটিয়েছিলেন দুদণ্ড সময়। বাগানের 'শঙ্খ পুকুরের' কাকচক্ষুর মতো টলটলে জল তাঁর মন জয় করেছিল। আর দুর্লভ ক্যামেলিয়া ফুলের অপার সৌন্দর্য কবিকে করেছিল বিমোহিত। 'জয় হাউসে' বসেই কবি লিখেছিলেন বিখ্যাত কবিতা 'ক্যামেলিয়া'। তবে সেসবই আজ ধূসর অতীত। অতি দর্শনার্থী আর সুউচ্চ অট্টালিকার দাপটে বিরল গাছপালার বাগানটি এখন হুমকির মুখে।

Saturday, March 14, 2015

শিরোনামহীন


তত্কালে বিজ্ঞাপন বলিতে বুঝাইতো সংবাদপত্রের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, এক কলাম এক ইঞ্চি, সাদাকালো ইত্যাদি। আমরা যাহারা কচিকাঁচার দল, ইঁচড়ে পাকা বলিয়া খ্যাত, তাহাদের তখনো অক্ষরজ্ঞান হয় নাই। তাই বইপত্র গিলিবার কাল খানিকটা বিলম্বিত হইয়াছিল। মূদ্রিত বিজ্ঞাপনের বিজ্ঞানটুকু বয়ান করিব যথাসময়ে। ভূমিকাপর্বে সংক্ষিপ্ত বাল্যকাল পরম্পরা সারিয়া লই।



সেই বেলা আমার বাবার শয়নকক্ষে কাকভোরে বাজিয়া উঠিত প্রমানাকৃতির একখানি ফিলিপস রেডিও। ঘুম ভাঙিত বিবিসি বাংলা অনুষ্ঠানের বাদ্যের শব্দে। মানসী বড়ুয়ার সুমষ্টি কণ্ঠস্বর শুনিতাম ঘুম ঘুম চোখে দাঁত মাজিতে গিয়া।  কাঠকয়লাতেই পরিবারের সকলের দন্ত মাঞ্জনের কাজ চলিত।

Saturday, March 7, 2015

শব্দসৈনিক আশফাকুর রহমানের স্মৃতিচারণা:: ভাষণটি ধর্মঘটের কারণে বেতারে প্রচার হয় পরদিন



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ওই দিন বেতারে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানি সামরিক জান্তা। আর সঙ্গে সঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিলেন মুক্তিকামী শব্দসৈনিকরা। বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বেতারকর্মীরা পর দিন কাজে যোগ দিয়ে দিনভর প্রচার করেন ২১ মিনিটের ভাষণটি। এটি সরাসরি রেসকোর্স ময়দান থেকে হুবহু রেকড করা হয়েছিল। পরে এর একটি সংক্ষিপ্ত সংস্করণ করে ছড়িয়ে দেওয়া হয় দেশ-বিদেশে।

Monday, March 2, 2015

আমি অভিজিৎ রায়ের লোক

২০০৬ সালের কথা। বাংলা ব্লগের আদিযুগে সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ লেখা মকশ করার চষ্টো। মৌলবাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রজন্ম ৭১ এর অবিরাম অনলাইন সংগ্রাম। যাত্রা শুরু সচলায়তন ডটকম, আমারব্লগ ডটকম-এর। সচলের বারান্দায় বিজ্ঞানের লেখা পড়তে গিয়ে অভিজিৎ-এর ধারালো লেখার মুখোমুখি। একদিন তিনিই ইনবক্স করেন, মান্যবর, 'কল্পনা চাকমা এখন কোথায়?' আর 'অপারেশন মোনায়েম খাঁ কিলিং' লেখাদুটি মুক্তমনা ডটকম-এর বাংলা সাইটে হুবহু প্রকাশ করতে চাই। আপনার আপত্তি নেই তো? ইত্যাদি।

Sunday, March 1, 2015

অভিজিৎ কন্যার নোট: মুক্তমনার সংগ্রাম চলবেই


'আমার বাবা বরাবরই সুন্দর পৃথিবী গড়ে তুলতে মত প্রকাশের স্বাধীনতায় সোচ্চার ছিলেন।' শব্দগুলো লিখেছেন মৌলবাদী হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায় ও গুরুতর আহত রাফিদা আহমেদ বন্যার যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যা তৃষ্ণা। বাবাকে হত্যার ১৫ ঘণ্টা পর তাঁর খুন সম্পর্কিত একটি অনলাইন নিউজের লিংক দিয়ে নিঃসঙ্গ মেয়েটি ফেসবুক নোটে জানিয়েছেন তাঁর সাহসী এবং কষ্টের আরো কথা।

Monday, February 9, 2015

প্রতিবন্ধিতাজয়ী শর্মীর আকাশ সমান স্বপ্ন

 
'প্রতিবন্ধকতার সব বাধা পেরুতে চাই। আর প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করতে চাই চিকিৎসাকেন্দ্র। সেখানে চলৎ প্রতিবন্ধী শিশুরা নামমাত্র মূল্যে আধুনিক চিকিৎসার পাশাপাশি ব্যায়াম, ম্যাসাজ থেরাপি পাবে। তাদের অভিভাবকরা পাবেন চিকিৎসাসেবার নানা পরামর্শ। আর বয়সে বড় চলৎ প্রতিবন্ধীরাও সেখানে ব্যায়াম ও থেরাপির সুবিধা পাবে। এখন এই লক্ষ্যে কাজ করছি।' চলৎ প্রতিবন্ধী ও কম্পিউটার প্রোগ্রামার শর্মী রায় (২৫) এভাবেই জানান নিজের স্বপ্নের কথা।

Wednesday, January 21, 2015

পাহাড়ে বিপন্ন জনপদ~


বিপ্লব রহমানের নতুন বই:: "পাহাড়ে বিপন্ন জনপদ"
[সাংবাদিকের জবানবন্দিতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়]

টানা চার বছর ধরে লিখেছি পাহাড় ও অরণ্যের উপখ্যান। একদম দেখা থেকে লেখা। এই বইটিতে অহেতুক তত্তকথার কচকচানি নেই। নেই গুঢ় কথার মারপ্যাচ বা ভাব-গম্ভীর প্রবন্ধ। প্রায় সবই সংবাদ নেপথ্য কথা।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবময় পাহাড়, এমএন লারমার গেরিলা যুদ্ধের পত্র, গেরিলা নেতা সন্তু লারমার হাইড আউট, লোগাং গণহত্যা, ত্রিপুরার শরণার্থী শিবির, কল্পনা চাকমা অপহরণ, পাহাড়ে সেনা-সেটেলার দুঃশাসন, সীতাকুণ্ডের পাহাড়ে ত্রিপুরাদের শ্রমদাস, ক্রেওক্রাডং এর পাহাড়ে এখনো নিরব দুর্ভিক্ষসহ আরো নানান কথন উঠে এসেছে বইটিতে।

Saturday, January 3, 2015

দখল আর দূষণে 'নিহত' বুড়িগঙ্গা



বিপ্লব রহমান ও আরিফুজ্জামান তুহিনঢাকার প্রাণ বুড়িগঙ্গার প্রাণ নেই। স্বাধীনতার পর গত চার দশকে বুড়িগঙ্গা তিলে তিলে দখল ও দূষণের কবলে পড়ে একটি মৃত নদীতে পরিণত হয়েছে। এ নদীর জায়গা দখল করে প্রতিদিনই কোথাও না কোথাও গড়ে উঠছে স্থাপনা। কমছে নদীর প্রশস্ততা, কমছে প্রাণপ্রবাহ। প্রতি মুহূর্তে নদীর ভেতর ফেলা হচ্ছে পানিদূষণকারী ভয়ংকর সব বর্জ্য। বুড়িগঙ্গার বড় অংশেই নেই জলজ প্রাণী বা মাছ। এ নদীর পানি বহু আগেই ব্যবহারের অনুপযোগী হয়েছে। এমনকি নদীর পাড়ে দাঁড়িয়ে শ্বাস নেওয়া যায় না। পানির দুর্গন্ধে আশপাশে টেকাই দায়।