Wednesday, January 21, 2015

পাহাড়ে বিপন্ন জনপদ~


বিপ্লব রহমানের নতুন বই:: "পাহাড়ে বিপন্ন জনপদ"
[সাংবাদিকের জবানবন্দিতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়]

টানা চার বছর ধরে লিখেছি পাহাড় ও অরণ্যের উপখ্যান। একদম দেখা থেকে লেখা। এই বইটিতে অহেতুক তত্তকথার কচকচানি নেই। নেই গুঢ় কথার মারপ্যাচ বা ভাব-গম্ভীর প্রবন্ধ। প্রায় সবই সংবাদ নেপথ্য কথা।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবময় পাহাড়, এমএন লারমার গেরিলা যুদ্ধের পত্র, গেরিলা নেতা সন্তু লারমার হাইড আউট, লোগাং গণহত্যা, ত্রিপুরার শরণার্থী শিবির, কল্পনা চাকমা অপহরণ, পাহাড়ে সেনা-সেটেলার দুঃশাসন, সীতাকুণ্ডের পাহাড়ে ত্রিপুরাদের শ্রমদাস, ক্রেওক্রাডং এর পাহাড়ে এখনো নিরব দুর্ভিক্ষসহ আরো নানান কথন উঠে এসেছে বইটিতে।


বইটির আনুসাঙ্গিক সব কাজ শেষ। এখন চলেছ "সংহতি প্রকাশন" থেকে মূদ্রনের কাজ। এর প্রচ্ছদ করছেন সব্যসাচি হাজরা। তথ্য বহুল, কিন্তু পেপার ব্যাকে সুলভ মূল্যের বইটি পাওয়া যাবে ফেব্রুয়ারির অমর একুশে বইমেলায়। কমিশন বাদে দাম পড়বে
২৪০ টাকা।

সকলের শুভকামনা প্রত্যাশা।
জয় হোক (জুম্ম) জাতির সংগ্রাম!
__
বিস্তারিত: http://biplobcht.blogspot.com/2014/03/blog-post_31.html

No comments:

Post a Comment