বিপ্লব রহমান, ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তাতেও মুক্তমনা লেখক-প্রকাশকরা নিশ্চিত হতে পারছেন না বলে মনে করছেন ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। নিউজনেক্সটবিডি ডটকম’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্নে রেখে বলেন, ‘ভয়ভীতিটা এবার কিন্তু চাপা নয়, প্রকাশ্য। এর কারণ সম্পর্কে কী ব্যাখ্যা দেয়ার প্রয়োজন আর আছে?’
গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়। একই সঙ্গে গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী, মুক্তমনা লেখক বন্যা আহমেদ। আর এরপর ধারাবাহিক জঙ্গি হামলায় খুন হন বেশ কয়েকজন ব্লগার।
অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে খুন হন অভিজিৎ রায়ের প্রকাশক, ‘জাগৃতি’র ফয়সাল আরেফিন দীপন। একইদিন জঙ্গিরা কুপিয়ে খুন করার চেষ্টা করে অভিজিতের আরেক প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে। সেদিন টুটুলের সঙ্গে জঙ্গি হামলায় গুরুতর আহত হন আরো দুই ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম।
২০১৫ সালে মুক্তমনা লেখক-প্রকাশকের ওপর জঙ্গিগোষ্ঠীর ধারাবাহিক হামলার প্রসঙ্গে আহমেদুর রশিদ টুটুল বলেন, ‘গতবছর মেলার মধ্যেই অভিজিৎকে হত্যা করা হলো। তারপর একে একে ওয়াশিকুর (ওয়াশিকুর রহমান বাবু), অনন্ত (অনন্ত বিজয় দাশ), নীল (নিলয় নীল), দীপনকে (ফয়সাল আরেফিন দীপন) পরিকল্পিত ভাবে হত্যা করা হলো। রণদীপম (রণদীপম বসু), তারেক (তারেক রহিম), আমি মরতে মরতে বেঁচে গেলাম। যাদের নাম এখানে বললাম, বইমেলায় এদের প্রত্যেকের সরব উপস্থিতি ছিল। অতএব যারা লেখালেখির সাথে জড়িত, তারা শংকায় না থেকে নিজেদের নিরাপদ ভাববেন কিভাবে?’
‘শুদ্ধস্বর’ মুক্তমনাদের বই প্রকাশ করেই জিহাদী জঙ্গির চাপাতির জবাব দেবে, এ কথা জানিয়ে কবি ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল বলেন, ‘মুক্তমনা লেখকদের বেশ কিছু নতুন বই প্রকাশের পরিকল্পনা আছে আমাদের। এ জন্য চেষ্টা করছি। চেষ্টা সফল হলে দেখতে পারবেন। আর মেলা চলাকালে না হলেও আমরা মুক্তমনা লেখকদের বই প্রকাশ অব্যাহত রাখবো সারা বছর। তবে অভিজিৎ, অনন্তের বইয়ের নতুন সংস্করণ পাওয়া যাবে এটা নিশ্চিত। আর ভবিষ্যতেও আমরা অভিজিতের বই ও লেখা পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই। এটিই আমাদের পরিকল্পনা।’
‘শুদ্ধস্বর’ এর বই সদ্য ইলেক্ট্রনিক সংস্করণে বা ই-বুক হিসেবেও এখন সহজলভ্য। এ প্রসঙ্গে টুটুল বলেন, ‘বই প্রকাশে ‘শুদ্ধস্বর’র প্রত্যয় শুরু থেকে একটাই– সেটা হলো, ‘ মন জোগাতে নয়, মন জাগাতে’। তাছাড়া ৮ ফেব্রুয়ারি থেকে ‘শুদ্ধস্বর’ ই-বুক সাইটের আত্মপ্রকাশ করেছে। এর মাধ্যমে আশা করি, আমরা আরো বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছতে পারবো।’
তিনি জানান, আগ্রহী পাঠক অনলাইনে [shuddhashar.com] ঠিকানা থেকে অভিজিৎ রায়ের ‘ভালোবাসা কারে কয়’সহ বেশ কয়েকটি ই-বুক পিডিএফ আকারে পড়তে পারবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/বিআর/জাই/এসআই/আতে
- See more at: http://bangla.newsnextbd.com/articl..
No comments:
Post a Comment