Thursday, December 25, 2025

উল্টে গেল পাশার দান?

 বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনেক রাজনৈতিক হিসেব-নিকেশ উল্টেপাল্টে দেবে। 


দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বড়দিনে (২৫ ডিসেম্বর) তার দেশে ফেরার ঘটনায় এত বিপুল সংখ্যক জনমানুষের সমাগম, অভুদপূর্ব ঘটনা। নানা দিক থেকেই তার এই স্বদেশ প্রত্যাবর্তন একই সঙ্গে ইতিহাস রচনা করতে যাচ্ছে।  

সম্প্রতি যে ফ্যানাটিক ফ্যাসিস্ট শক্তির আগুন সন্ত্রাসে দেশ প্রকাশ্যে কাউন্টার প্রক্সি ওফ্যার শুরু এবং ইউনূস সরকারের বিবৃতিতেই হাত ধুয়ে ফেলার প্রবনতা,   দৃশ্যতই তা পিছু হটবে, জনবিচ্ছিন্ন শক্তিতে পরিনত হবে ধর্মীয় ফ্যাসিবাদ। 

Thursday, December 18, 2025

বাংলাদেশে কাউন্টার প্রক্সি ওয়্যার শুরু?

 

বাংলাদেশে গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান বেহাত, তথা জামায়াত, হেফাজত, হিজবুতের দখলে চলে যাওয়ার পর থেকেই আশংকা ছিল সিআইএর প্রক্সি ওয়্যারের বিরুদ্ধে আরেকটি কাউন্টার প্রক্সি ওয়্যারের। বর্ষা বিদ্রোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে প্রচীন দল আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছেন। 

গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার নেতার দেশ থেকে পলায়নের ঘটনা বিশ্বে খুব নতুন নয়, কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য থেকে কেন্দ্রীয় নেতা তো বটেই, এমনকি তৃণমূল পর্যায়ের পাতি নেতাসহ স্ব দলবলে ভারতসহ অন্যান্য দেশে পলায়নের ঘটনা নজিরবিহীন। 

Saturday, December 13, 2025

তোমাদের যা বলার ছিল, বলেছে কি তা বাংলাদেশ?

 

"প্রজন্ম ‘৭১" নামক শহীদ পরিবারের সন্তানদের সংগঠনের সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সেই ১৯৯২ – ৯৩ সালের দিকে। তখনও ঢাকার রায়ের বাজারে বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম ‘৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিল। তখন সরকারগুলোর কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও তারা কিছু করতে পারেনি।

সে সময় ‘সাপ্তাহিক খবরের কাগজ’ এ অরক্ষিত রায়ের বাজার বধ্যভূমির ওপর একটি প্রচ্ছদ প্রতিবেদন করার জন্য আমি শহীদ বুদ্ধিজীবী পরিবারগুলোর সঙ্গে একে একে দেখা করে সাক্ষাৎকার নিতে শুরু করি।

Tuesday, December 9, 2025

'ঘুম ভেঙে বেশ মজা হয়েছে'...

 

বাংলা ভাষায় 'পাতি' কথাটি এপারে বাংলাদেশে লেবুর সাথে যোগ করে বলা হয়, 'পাতিলেবু'। কখনো 'পাতিহাঁস'ও চলে। এছাড়া তেমনভাবে 'পাতির' চল নেই।  এমনকি 'আতিপাতি' বা 'পাতি বুর্জোয়া'ও নয়। 
 
অথচ ওপারে চলতি কথায় অহরহ 'পাতি নেতা', 'পাতি অভিনেতা' ইত্যাদি বলা হয়।
 
এই সেদিনই গুরুমাতা পাইদি রাতের শহরের অসাধারণ ঝলমলে ছবি দিয়ে ফেসবুকের ফটোপোস্টে লিখলেন, "পাতি" মোবাইলে তোলা'! অনভ্যস্ত চোখে 'পাতি' কথাটি খুব লাগল।

অর্থাৎ এপার বাংলায় 'পাতি' কথাটি একটি ছোট্ট গণ্ডিতে আটকে আছে।
আবার একইভাবে ওপারে অনেক বাংলা শব্দের তেমন চল নেই, যা এপারে অহরহ বলা হয়।

Wednesday, May 28, 2025

'মুক্তিযোদ্ধা হলে' জামায়াত আমিরের ক্ষমা প্রার্থণা

 জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডাদেশ  থেকে খালাসের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের আমির শফিকুর রহমান ‘শুকরিয়া আদায়’ করেছেন।


ডা. শফিকুর বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে সত্য চাপা রাখা যায় না।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সময় তার দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘মিথ্যা মামলা ও সাজানো আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং হয়েছে। এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও তার বইয়ে স্বীকার করেছেন।’

তিনি বলেন, ‘এসব মামলায় “কাস্টমারি ল” অনুসরণ করা হয়নি, বরং বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে নির্দেশে, বৈধ বা অবৈধ হোক।’

Thursday, February 13, 2025

ফ্যাসিবাদের কফিনে আরও কয়েকটি শেষ পেরেক

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাতে রাতারাতি আন্তর্জাতিকভাবে আরেক দফা প্রশ্নবিদ্ধ হল বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ।


আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এই গণঅভ্যুত্থানে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার সম্ভাবনাও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ওই সত্যানুসন্ধান প্রতিবেদনে।

এই প্রতিবেদন স্পষ্ট করেই রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে শঙ্কায় ফেলে দিয়েছে।