কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস-রক্তাক্ত-ক্ষুব্ধ স্বদেশ ভূমি। হাল ছাড়লেন না র্যাপার হান্নান হোসাইন শিমুল, কণ্ঠ ছাড়ালেন 'আওয়াজ উডা' (আওয়াজ তোল) গানে।
https://youtu.be/9-5lmiAT66k?si=zvzU9ktxHOpO9QJr
বংগবন্ধুর ভাষণ দিয়ে শুরু এবং শেষ। মাঝে সরকারের বিরুদ্ধে অনেক প্রশ্ন র্যাপের ছন্দে, যেসব ঘটেছে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে। ১৮ জুলাই ফেসবুকে আওয়াজ তুলে রীতিমতো ভাইরাল হান্নান। ২৫ জুলাই নারায়ণগঞ্জে গ্রেপ্তার তিনি। মাঝে অন্তত দুই দফা তাকে রিমান্ডে নিয়েছে ফতুয়া থানা পুলিশ।
এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে নারায়নগঞ্জের আরেক র্যাপার মুহাম্মদ শেজানের গ্রেপ্তার নিয়ে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন 'কথা ক' (কথা বলো) গানে।
https://youtu.be/7jGOYAuTHgo?si=P0I9nq-qKXT0qYpd
যেখানে কোটা আন্দোলনে নির্বিচার মানবাধিকার লংঘন, পুলিশ ও ছাত্রলীগের দমন নীতি, অসংখ্য হত্যা এবং বেহাত ছাত্র আন্দোলনে নাশকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। এই গান ইউটিউব ট্রেন্ডিং এ দুই নম্বরে।
সম্প্রতি 'বায়ান্ন' এবং 'বাংলা মা' নামে সংহতি প্রকাশ করে আরও দুটি র্যাপ প্রকাশ হয়েছে। এগুলোও রয়েছে ট্রেন্ডিং এ।
_________________________________________
সংযুক্ত :
কোটা আন্দোলন: আলোচিত-সমালোচিত যত কথাবার্তা
No comments:
Post a Comment