Tuesday, December 24, 2024

গুলি করি, মরে একটা…একটাই যায় স্যার, বাকিডি যায় না!

 ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হচ্ছে ২০২৪ সালের বছরের সবচেয়ে আলোচিত ঘটনা, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।


টানা ২৩ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ৫ আগস্ট পতন হয় সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের। এ দিন বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সে সময় সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা। পরে বিশেষ বিমানে তারা ভারতে দিল্লিতে আশ্রয় নেন।

Sunday, September 22, 2024

মবের মুল্লুক* থেকে বলছি...

 

[  "কিছুটা পুড়েছি আমি
মাঝপথে ডোম গেছে চা খেতে
ফিরে এসে হাঁটু আর খুলিটা ফাটালে
বাকিটা সহজ হবে।

ভয় করে, এই ফাঁকে বৃষ্টি এসে যায় যদি?
সন্ধ্যের মুখে এই আধপোড়া দেহ ফের ভিজে গেলে
আবার প্রথম থেকে শুরু হবে সব!
এত দীর্ঘ দহন তামসিক নয়?"

 
বুলবুল মৈত্র/ কবিসম্মেলন : অগাস্ট
]

Monday, August 5, 2024

বাংলাদেশে প্রক্সি যুদ্ধে জয় কার?

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে ন্যাকারজনকভাবে সদলবলে দেশ থেকে পালিয়ে বাঁচলেন। 


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের   জোয়ার ভেসে গেল টানা ১৫ বছর ধরে বিনা ভোটে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী দুঃশাসন। 
 
এই ১৫ বছর নির্রাচনের নামে প্রহসন হয়েছে, নিশিরাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। এ নিয়েও জনমনে ক্ষোভ নেহাত কম নেই। ভেংগে যেতে বসা সংসদের তাই কোনো জবাবদিহি ছিল না, সেটি গঠিত হয়েছিল কেবলই আওয়ামী লীগ ও কিংস পার্টি দিয়ে, পোষা বিরোধী দল ছিল যথারীতি জাতীয় পার্টি। 
 

Thursday, August 1, 2024

সময়ের কণ্ঠস্বর 'আওয়াজ উডা' এবং 'কথা ক' (ভিডিও)

 কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস-রক্তাক্ত-ক্ষুব্ধ স্বদেশ ভূমি। হাল ছাড়লেন না র‍্যাপার হান্নান হোসাইন শিমুল, কণ্ঠ ছাড়ালেন 'আওয়াজ উডা' (আওয়াজ তোল) গানে। 

Wednesday, July 17, 2024

কোটা আন্দোলন নিয়ে ৫ নোক্তা

 কোটা সংস্কার আন্দোলনকে দমন-পীড়নে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা পাবে? এটি সম্ভবতঃ এই সময়ে বিলিয়ন ডলারের প্রশ্ন। 



সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে- কোথায় তারা দাঁড়িয়েছে! দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা (চাকরি) পাবে?"