অন্যকে না খাওয়ালেও নিজে বিস্তর ঘোল
খাননি, এমন বাঙালি মেলা দুস্কর। অর্থাৎ বাঙালি মাত্রই ঘাটে ঘাটে ঘোল খেয়ে থাকেন।
আমাদের শৈশবে রূপকথার বইতেও দেখেছি,
রাজা-রাজড়ার আমলে দুস্কৃতিকারীকে জুতোর মালা পরিয়ে, উল্টো গাধায় বসিয়ে,
মাথায় ঘোল ঢেলে রাজ্যের বাইরে বের করে দেওয়া হতো। ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির শুরুতেও
বেসুরো গান ও বেতাল ঢোলের জন্য গুপি-বাঘাকে ওইরূপ শাস্তি ভোগ করতে দেখা যাবে।