আদিবাসী নেতা চলেশ রিছিল যৌথ বাহিনীর হেফাজতে মরিয়া বাঁচিয়াছে। আর বান্দরবানের পাহাড়ি নেতা রাংলাই ম্রো ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হইয়া বোধকরি বাঁচিয়া মরিয়াছে। সেদিন কাগজে পড়িলাম, রাঙামাটির আরেক পাহাড়ি নেতা সত্যবীর দেওয়ানকে ১৭ বছর কারাভোগের আদেশ দেওয়া হইয়াছে।
পাহাড়ের সাংবাদিকতরা সুবাদে জানি, সত্যবীর বাবু সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর দুর্ধর্ষ নেতা ছিলেন। আদিবাসী পাহাড়ি মানুষের অধিকার আদায়ে জীবন বাজি রাখিয়া হাতিয়ার লইয়া ঘুরিয়াছেন বনে -- বাদাড়ে দীর্ঘ দুই দশক। তিনি পাহাড়িদের অধিকার আদায়ে জীবনপাত করিয়াছেন -- এ কথা বলিলেও বোধহয় কম বলা হয়।
পাহাড়ের সাংবাদিকতরা সুবাদে জানি, সত্যবীর বাবু সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর দুর্ধর্ষ নেতা ছিলেন। আদিবাসী পাহাড়ি মানুষের অধিকার আদায়ে জীবন বাজি রাখিয়া হাতিয়ার লইয়া ঘুরিয়াছেন বনে -- বাদাড়ে দীর্ঘ দুই দশক। তিনি পাহাড়িদের অধিকার আদায়ে জীবনপাত করিয়াছেন -- এ কথা বলিলেও বোধহয় কম বলা হয়।