Thursday, December 25, 2025

উল্টে গেল পাশার দান?

 বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনেক রাজনৈতিক হিসেব-নিকেশ উল্টেপাল্টে দেবে। 


দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বড়দিনে (২৫ ডিসেম্বর) তার দেশে ফেরার ঘটনায় এত বিপুল সংখ্যক জনমানুষের সমাগম, অভুদপূর্ব ঘটনা। নানা দিক থেকেই তার এই স্বদেশ প্রত্যাবর্তন একই সঙ্গে ইতিহাস রচনা করতে যাচ্ছে।  

সম্প্রতি যে ফ্যানাটিক ফ্যাসিস্ট শক্তির আগুন সন্ত্রাসে দেশ প্রকাশ্যে কাউন্টার প্রক্সি ওফ্যার শুরু এবং ইউনূস সরকারের বিবৃতিতেই হাত ধুয়ে ফেলার প্রবনতা,   দৃশ্যতই তা পিছু হটবে, জনবিচ্ছিন্ন শক্তিতে পরিনত হবে ধর্মীয় ফ্যাসিবাদ। 

Thursday, December 18, 2025

বাংলাদেশে কাউন্টার প্রক্সি ওয়্যার শুরু?

 

বাংলাদেশে গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান বেহাত, তথা জামায়াত, হেফাজত, হিজবুতের দখলে চলে যাওয়ার পর থেকেই আশংকা ছিল সিআইএর প্রক্সি ওয়্যারের বিরুদ্ধে আরেকটি কাউন্টার প্রক্সি ওয়্যারের। বর্ষা বিদ্রোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে প্রচীন দল আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছেন। 

গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার নেতার দেশ থেকে পলায়নের ঘটনা বিশ্বে খুব নতুন নয়, কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য থেকে কেন্দ্রীয় নেতা তো বটেই, এমনকি তৃণমূল পর্যায়ের পাতি নেতাসহ স্ব দলবলে ভারতসহ অন্যান্য দেশে পলায়নের ঘটনা নজিরবিহীন। 

Saturday, December 13, 2025

তোমাদের যা বলার ছিল, বলেছে কি তা বাংলাদেশ?

 

"প্রজন্ম ‘৭১" নামক শহীদ পরিবারের সন্তানদের সংগঠনের সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সেই ১৯৯২ – ৯৩ সালের দিকে। তখনও ঢাকার রায়ের বাজারে বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম ‘৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিল। তখন সরকারগুলোর কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও তারা কিছু করতে পারেনি।

সে সময় ‘সাপ্তাহিক খবরের কাগজ’ এ অরক্ষিত রায়ের বাজার বধ্যভূমির ওপর একটি প্রচ্ছদ প্রতিবেদন করার জন্য আমি শহীদ বুদ্ধিজীবী পরিবারগুলোর সঙ্গে একে একে দেখা করে সাক্ষাৎকার নিতে শুরু করি।

Tuesday, December 9, 2025

'ঘুম ভেঙে বেশ মজা হয়েছে'...

 

বাংলা ভাষায় 'পাতি' কথাটি এপারে বাংলাদেশে লেবুর সাথে যোগ করে বলা হয়, 'পাতিলেবু'। কখনো 'পাতিহাঁস'ও চলে। এছাড়া তেমনভাবে 'পাতির' চল নেই।  এমনকি 'আতিপাতি' বা 'পাতি বুর্জোয়া'ও নয়। 
 
অথচ ওপারে চলতি কথায় অহরহ 'পাতি নেতা', 'পাতি অভিনেতা' ইত্যাদি বলা হয়।
 
এই সেদিনই গুরুমাতা পাইদি রাতের শহরের অসাধারণ ঝলমলে ছবি দিয়ে ফেসবুকের ফটোপোস্টে লিখলেন, "পাতি" মোবাইলে তোলা'! অনভ্যস্ত চোখে 'পাতি' কথাটি খুব লাগল।

অর্থাৎ এপার বাংলায় 'পাতি' কথাটি একটি ছোট্ট গণ্ডিতে আটকে আছে।
আবার একইভাবে ওপারে অনেক বাংলা শব্দের তেমন চল নেই, যা এপারে অহরহ বলা হয়।