জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাতে রাতারাতি আন্তর্জাতিকভাবে আরেক দফা প্রশ্নবিদ্ধ হল বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগ।
আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এই গণঅভ্যুত্থানে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার সম্ভাবনাও উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ওই সত্যানুসন্ধান প্রতিবেদনে।
এই প্রতিবেদন স্পষ্ট করেই রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে শঙ্কায় ফেলে দিয়েছে।