আনুমানিক ২৫ হাজার পাহাড়ি-বাঙালির রক্তের বিনিময়ে সাক্ষরিত শান্তিচুক্তিতেও কী শান্তি হয়েছে পাহাড়ে? তাহলে ক্রেওক্রাডং-এর দুর্গম পাহাড়ে কেন এখনো নিরব দুর্ভিক্ষের হাহাকার? শান্তিচুক্তির পরেও কেন সেখানে সেনা বাহিনী ‘অপারেশন দাবানলের’ পর চালাচ্ছে ‘অপারেশন উত্তোরণ’? তাহলে কি অস্ত্রের ঝনঝনানি থামেনি? পাহাড়ে অভিবাসিত বাঙালি সেটেলাররা কি দৃষ্টিতে দেখেন সাধারণ পাহাড়িদের? এই বৈরি সর্ম্পকের শেকড় কোথায়? কোথায় আজ কল্পনা চাকমা? শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে ‘সন্তুস’, ‘গন্ডুস’ ও ‘ফাল্তুস’ নামের পাহাড়িদের সশস্ত্র সংঘাতেরই বা শেষ কোথায়? কেনোই বা অধরা বহুল কাঙ্খিত শান্তি?
প্রায় দুই দশকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে এইসব নানান বিষয়ে ২০০৯ সালের লিখেছিলাম ছোট্ট একটি বই- ‘রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে’।
সে বছর বইমেলায় পাঠসুত্র প্রকাশনী থেকে বের হয় আমার প্রথম বইটি। এরপর গত চার বছর ধরে আগাগোড়া পুনর্লিখন করেছি বইটি, লিখেছি নতুন বই 'পাহাড়ে বিপন্ন জনপদ'। পুরনো বইটি থেকে বাদ দিয়েছি অনেক লেখা। আবার যোগও করেছি বেশ কিছু লেখা। আন্তরিকভাবে চেষ্টা করেছি, সব তথ্য ও বিশ্লেষনে সৎ-নির্মোহ থাকার। অসংখ্য পাদটিকা ও তথ্যসূত্রে বইটিকে সমৃদ্ধ করারও চেষ্টা আছে।
পরিশিষ্টে যোগ করা হয়েছে তিনটি অধ্যায়: পাহাড়ের ইতিহাস, ইন্দিরা গান্ধিকে দেওয়া পাহাড়িদের স্মারকলিপি, ১৯৭২ এবং শান্তিচুক্তি। স্মারকলিপিটি একটি ঐতিহাসিক দলিল। দুর্লভ এই দলিলটি এবারই প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে।
এরই মধ্যে শেষ হয়েছে নতুন করে লেখা 'পাহাড়ে বিপন্ন জনপদ' বইটির কাজ। এখন শুধু মূদ্রনের কাজটুকু বাকী। বন্ধু বরেষু ফিরোজ আহমেদ করছেন সম্পাদনার গুরুত্বপূর্ণ কাজ। অমর একুশে গ্রন্থমেলায় এটি ”সংহতি প্রকাশন” থেকে বের হবে। এর চমৎকার প্রচ্ছদ একেঁছেন শিল্পী সব্যসাচি হাজরা। কমিশন বাদে পেপারব্যাক বইটির দাম পড়বে ২৪০ টাকা।
বলা ভালো, প্রতিটি নতুন লেখা ও পুরনো লেখাগুলো পুনর্লিখনের সময় আমি বার বার ফিরে গেছি অতীত স্মৃতিতে, যুদ্ধ-বিক্ষুব্ধ অশান্ত পাহাড়ে, গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর ফিল্ড কমান্ডার সন্তু লারমার হাইড আউটে, লোগাং, নান্যাচার গণহত্যার ঘটনাস্থলে, বস্তির চেয়েও নোংরা আর ঘিঞ্জি শরণার্থী শিবিরে, অপহৃত নারী নেত্রী কল্পনা চাকমার বাড়িতে, তাকে উদ্ধার করতে গিয়ে শহীদ হওয়া চারজন পাহাড়ি তরুণের শোকসভায়, ক্রেওক্রাডং-এর পাহাড়ে মুখোমুখি হয়েছি মিজো ন্যাশনাল ফ্রনেটর গেরিলা নেতা লাল ডেঙ্গার সঙ্গে, ইঁদুর বন্যায় সর্বস্বান্ত জুম চাষীর বিষন্ন মুখ বা শঙ্খ নদীর তামাক চাষী আমাকে ভাবিয়েছে, প্রীতি কুমার চাকমা বা সুধা সিন্ধু খীসা বা রূপায়ন দেওয়ান বা প্রসিত খীসার মুখগুলো মনে হয়েছে মুখোশের মতোই অবিকল, আমি বাক্যহারা হয়েছি চন্দ্রনাথের পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠির শ্রমদাসত্বে, বাঘাইহাটের আশ্চর্য দেবশিশুরা খুলে দিয়েছে আমার জ্ঞানচক্ষু — এমনি আরো কতো অফুরন্ত কথা…
প্রসঙ্গত, আমার প্রথম বই ‘রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে’ ২০১০ সালে একই সংগে আমারব্লগ ডটকম এবং মুক্তমনা ডটকম-এ ই-বুক আকারে প্রকাশিত হয়েছে। পাহাড়ের ওপর এটিই এখনো বাংলায় লেখা একমাত্র ই-বুক। আগ্রহীরা অনলাইনে বিনামূল্যে বইটি পড়তে পারেন এই লিংক থেকে।
বইয়ের নাম: পাহাড়ে বিপন্ন জনপদ
লেখক: বিপ্লব রহমান
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: সংহতি প্রকাশন
দাম: ২৪০ টাকা
প্রকাশ: একুশে বইমেলা, ২০১৫
সকলের শুভেচ্ছা প্রত্যাশী। জয় হোক- আদিবাসীর সংগ্রাম!
—
ছবি : 'পাহাড়ে বিপন্ন জনপদ' বইয়ের প্রচ্ছদ।
No comments:
Post a Comment