কিছুদিন আগে এক সন্ধ্যায় কথা হচ্ছিলো কবি রফিক আজাদের সঙ্গে। রফিকভাই একটু ক্ষোভের সঙ্গে বললেন, রেডিও টুডে, রেডিও ফুর্তিসহ অন্য বেসরকারি রেডিওর আরজে'রা এ রকম অশ্লিল ভাষায় গারগেল করে বাংলা বলছে কেনো?
আমি বললাম, ওদের টার্গেটগ্রুপ হচ্ছে ডিজুস জেনারেশন। তাই ঝাক্কাস ভাষা বেছে নিয়েছে।
রফিক ভাই বলেন, না এটিকে এতো হালকাভাবে নিলে চলবে না। আসলে বেসরকারি রেডিও কোম্পানিগুলো লাখ লাখ টাকা ব্যয় করে বাংলা ভাষাকে ধ্বংস করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নেমেছে। আর তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে এইসব অশালীন বাংলা উচ্চারণ।
রফিক ভাই, কিন্তু ওরা তো খুব ভালভাবে নিউজও প্রচার করছে। আর নাগরিক জীবনকে বিনোদনমুখি করার পাশাপাশি বহুবছর পর তারা মানুষকে রেডিওমুখি করেছে। ...যোগ করি আমি।
আমি বললাম, ওদের টার্গেটগ্রুপ হচ্ছে ডিজুস জেনারেশন। তাই ঝাক্কাস ভাষা বেছে নিয়েছে।
রফিক ভাই বলেন, না এটিকে এতো হালকাভাবে নিলে চলবে না। আসলে বেসরকারি রেডিও কোম্পানিগুলো লাখ লাখ টাকা ব্যয় করে বাংলা ভাষাকে ধ্বংস করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নেমেছে। আর তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে এইসব অশালীন বাংলা উচ্চারণ।
রফিক ভাই, কিন্তু ওরা তো খুব ভালভাবে নিউজও প্রচার করছে। আর নাগরিক জীবনকে বিনোদনমুখি করার পাশাপাশি বহুবছর পর তারা মানুষকে রেডিওমুখি করেছে। ...যোগ করি আমি।