Friday, July 20, 2007

রেডিও টুডে, রেডিও ফূর্তি এবং কবি রফিক আজাদ...

কিছুদিন আগে এক সন্ধ্যায় কথা হচ্ছিলো কবি রফিক আজাদের সঙ্গে। রফিকভাই একটু ক্ষোভের সঙ্গে বললেন, রেডিও টুডে, রেডিও ফুর্তিসহ অন্য বেসরকারি রেডিওর আরজে'রা এ রকম অশ্লিল ভাষায় গারগেল করে বাংলা বলছে কেনো?

আমি বললাম, ওদের টার্গেটগ্রুপ হচ্ছে ডিজুস জেনারেশন। তাই ঝাক্কাস ভাষা বেছে নিয়েছে।

রফিক ভাই বলেন, না এটিকে এতো হালকাভাবে নিলে চলবে না। আসলে বেসরকারি রেডিও কোম্পানিগুলো লাখ লাখ টাকা ব্যয় করে বাংলা ভাষাকে ধ্বংস করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নেমেছে। আর তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে এইসব অশালীন বাংলা উচ্চারণ।

রফিক ভাই, কিন্তু ওরা তো খুব ভালভাবে নিউজও প্রচার করছে। আর নাগরিক জীবনকে বিনোদনমুখি করার পাশাপাশি বহুবছর পর তারা মানুষকে রেডিওমুখি করেছে। ...যোগ করি আমি।

Tuesday, July 10, 2007

অনেকদিন পর ভেলরি টেইলর


ভেলরি টেইলর, আজ অনেকদিন পর আপনাকে আবার সামনা সামনি দেখলাম। দেখলাম এই বয়সেও আপনার অতি দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ভঙ্গি। সামান্য হাসি আর পুরো লেন্সের চশমার ভেতর উজ্জল মাছের মতো চোখ!

আপনি বাংলাদেশ-চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি'র সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখলেন। গ্রহণ করলেন তাদের সন্মাননা। ধন্যবাদ জানালেন রাষ্ট্রপতিকে। বার বার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এদেশের মানুষের কাছে।

সিআরপি'র সেই পক্ষাঘাতগ্রস্থ মানুষগুলোর কথা আপনি বলতে ভুললেন না। যাদের জন্য আপনি তো পুরো জীবনটাই উৎসর্গ করেছেন। আর আপনি দুধেভাতে বড় হওয়া গারগেল-ইংরেজীভাষী শিক্ষার্থীদের স্মরণ করতে বললেন, সিআরপির সেই সব দুখি মানুষদের।

ভেলরি, আপনি যখন এই সব কথা বলছিলেন, তখন আমি চলে গিয়েছিলাম বছর পাঁচেক আগে। পেশাগত কারণে সিআরপির ওপর একটা ফিচার করতে সাভারে গিয়েছি। সঙ্গে আরো দুয়েক একজন ফুটবাবু সাংবাদিক সহকর্মি। তারা বাস জার্নি, ভ্যাপসা গরম, আর নানান অজুহাতে মহা ত্যাক্ত-বিরক্ত। কিন্তু সকলেই উৎফুল্ল হয়ে ওঠেন সিআরপির তহবিল সংগ্রহ করার নমুনা দেখে।