১
[ "কিছুটা পুড়েছি আমিমাঝপথে ডোম গেছে চা খেতে
ফিরে এসে হাঁটু আর খুলিটা ফাটালে
বাকিটা সহজ হবে।
ভয় করে, এই ফাঁকে বৃষ্টি এসে যায় যদি?
সন্ধ্যের মুখে এই আধপোড়া দেহ ফের ভিজে গেলে
আবার প্রথম থেকে শুরু হবে সব!
এত দীর্ঘ দহন তামসিক নয়?"
বুলবুল মৈত্র/ কবিসম্মেলন : অগাস্ট
]